জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করায় ২ গ্রুপের অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনায় রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
কালাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেকার রহমান রোববার বিকেল ৩টা হতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পুনুট ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকাসহ সমগ্র ইউনিয়নে সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।
মো. ইফতেকার রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কালাই উপজেলার পুনট ইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং জনসাধারণের জানমাল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে কালাই উপজেলার পুনট ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকাসহ সমগ্র পুনট ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র যেমন দা, হাসুয়া, লাঠিসোঁটা ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































