সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়। এর আহ্বায়ক করা হয় আমিরুল ইসলাম খান আলীমকে।
আব্দুস সালাম জানান, সিরাজগঞ্জের সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ফলে বর্তমান জেলা কমিটির আর কোনো কাজ নেই। কাজ করবে সম্মেলন প্রস্তুতি কমিটি। তারা আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন একটি জেলা কমিটি উপহার দেবেন।




































