• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৩৭ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশা। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ১২টায় ঘন কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ‌কুয়াশা কেটে গেলে ফের ফে‌রি চলাচল শুরু হবে।

এদিকে ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। এতে ভোগা‌ন্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

Link copied!