নওগাঁর মান্দায় তোতা মিয়া (৪০) নামের ১১ মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালুবাজার গাংতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোতা মিয়া একই গ্রামের মজিবর রহমানের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজি জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে তিনি দুর্ধর্ষ অপরাধের সঙ্গে জড়িত। আইনানুগ সকল ব্যবস্থা নেওয়া হবে।