ঝালকাঠির নলছিটিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ইমরান হোসেন সুজন নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৯ জানুয়ারি) ভুক্তভোগী ছাত্রীর মা নলছিটি থানায় মামলা করেছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ইমরান হোসেন সুজন উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের জোয়ার আওরাবুনিয়া এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ইমরান হোসেন সুজন মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় গত ২৬ জানুয়ারি বিকেলে ওই ছাত্রী বাড়ির সামনে গেলে ইমরান, তার বোন সীমা বেগম ও আলিম মিলে মোটরসাইকেলে তুলি অপহরণ করে।
ছাত্রীর মা জানান, তার মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তিনি তার মেয়েকে ফেরত চান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।







































