দেশের জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) চাঁপাইনবাবগঞ্জে আসছেন বলে এক বার্তায় জানিয়েছেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন তিনি।
ওইদিন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগান মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির। তবে আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের ঢল নামবে বিধায় আগত দর্শক-শ্রোতাদের শৃঙ্খলভাবে মাহফিলে আসার অনুরোধ জানান আয়োজকরা।
এ বিষয়ে জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী জানান, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে তাফসির মাহফিলে আসতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আর তাই মাহফিলে আগত দর্শক-শ্রোতাদের শৃঙ্খলার সহিত মাহফিলে আসার অনুরোধ জানিয়ে তাফসিরুল কোরআন মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে একান্তভাবে সহযোগিতা কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে। মাহফিলে মিজানুর রহমান আজাহারী ছাড়াও অন্যান্য বিশিষ্ট আলেমরা আলোচনা পেশ করবেন।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































