জয়পুরহাটে ছাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালকের গলায় ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে জনতা। গুরুতর আহত অবস্থায় ছাইফুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-পাঠানপাড়া সড়কে হোপ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে থানা হেফাজতে নেয় ।
আহত সাইফুল ইসলাম ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের লাজেম উদ্দিনের ছেলে। ছিনতাইকারী চক্রের দুই সদস্য হলেন, জয়পুরহাট সদর উপজেলার ঘেনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) ও একই উপজেলা গুয়াবাড়িঘাটের স্বপন হোসেন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার পর চৌমুহনী এলাকা থেকে পাঠানপাড়া যাওয়ার কথা বলে দুই ব্যক্তি সাইফুলের ভ্যানে উঠেন। এরপর হোপ সেতু এলাকায় পৌঁছালে পেছন থেকে ধারাল ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করেন। এতে তার গলা কেটে গেলে সড়কের ওপর পড়ে যান। এরপর ওই ছিনতাইকারী চক্রের স্বপন ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সজিব হোসেন ভ্যানে বসেছিলেন। এসময় ওই সড়ক দিয়ে লোকজন যাতায়াতের সময় ভ্যানচালক সাইফুল ইসলামকে রক্তমাখা অবস্থায় পরে থাকতে দেখেন। ছাইফুল ঘটনাটি তাদের জানান।
ছিনতাইয়ের ঘটনাটি হোপগ্রামের লোকজনদের জানানোর পর গ্রামের লোকজন ধাওয়া করে ভ্যানসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের একটি ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলামকে ফোন দিলে রিসিভ করেননি।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































