• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, ৮ ছাত্র-ছাত্রীকে বিয়ে দিলেন এলাকাবাসী


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:১৯ এএম
রিসোর্টে অসামাজিক কার্যকলাপ, ৮ ছাত্র-ছাত্রীকে বিয়ে দিলেন এলাকাবাসী
আটক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

রিসোর্টে অসামাজিক কার্যকলাপ করায় স্কুল-কলেজের ১৬ ছাত্র-ছাত্রীকে আটক করেন স্থানীয়রা। এ ঘটনায় রিসোর্টিতে ব্যাপক ভাঙচুর করে কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরপর কাজী ডেকে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে পড়ানো হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রিজেন্ট পার্কের বিরুদ্ধে অভিযোগ ছিল। নামে পার্ক হলেও এখানে তরুণ-তরুণীরা অবৈধ মেলামেশায় লিপ্ত থাকেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। এদিন দুপুর ২টার দিকে পার্ক ঘেরাও করে ১৬ শিক্ষার্থীকে আটক করে দক্ষিণ সুরমার সিলাম এলাকার লোকজন। পরবর্তীতে পরিবারের জিম্মায় তাদের মধ্যে ৮ জনকে ছেড়ে দেন তারা। বাকি আটজনকে স্থানীয় কাজী ডেকে বিভিন্ন পরিমাণের দেনমোহর ঠিক করে বিয়ে দিয়ে দেন স্থানীয়রা। বিয়ে দেওয়া চার যুগলের মধ্যে-সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানী নগর উপজেলার বাসিন্দা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী বলেন, “বিবাহিতদের মধ্যে তিনজনের ১০ লাখ করে এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।”

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশ যায়। তবে স্থানীয় মুরুব্বিরা ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দিয়ে দেন।”

তবে বিয়ের বিষয় সম্পর্কে কিছু জানাননি পুলিশের এই কর্মকর্তা।

Link copied!