লালমনিরহাটে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে মোবাইল ফোন এবং নারীদের স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় থানায় এ পর্যন্ত ৪৭টি জিডি করা হয়েছে।
এরমধ্যে শনিবার (১৮ জানুয়ারি) রাতে ১১টি এবং রোববার (১৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত ৩৬টি জিডি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ২২ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মুসল্লিরা।
থানা সূত্রে জানা যায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। মাহফিলের মধ্যে মুসল্লিরা হাতেনাতে ২২নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা, ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। যার কারণে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী বলেন, “এখন পর্যন্ত অনেক অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনা তদন্ত করছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। শনিবার বিকেলে আটক নারীদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, শনিবার দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে জেলার রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল। মাহফিল উপলক্ষে একদিন আগেই সোহরাওয়ার্দী মাঠসহ ৪টি মাঠ প্রস্তুত রাখা হয়।
মাহফিলে আশপাশের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নারী-পুরুষ ভিড় জমায়। ৬ লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে এই মাহফিলে। সকাল থেকে লাখ লাখ জনতার সমাগমে লালমনিরহাট শহর ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। টানা এক ঘণ্টা বয়ান করে সভামঞ্চ ত্যাগ করেন আজহারী।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































