মুন্সিগঞ্জে মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার এক যুবদল নেতাকে থানাহাজত থেকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঘণ্টাব্যাপী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় মূল এক্সপ্রেসওয়েতে যান চলাচল। দেখা দেয় কয়েক কিলোমিটার যানজট। তবে এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহন ছেড়ে দেন আন্দোলনকারীরা।
এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় উত্তেজনা তৈরি হয়। পরে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ জড়িতদের বিচারের আশ্বাস দিলে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। তবে সড়কের পাশে বসে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানান, সুশাসন প্রতিষ্ঠায় জুলাই আন্দোলন। তবে আন্দোলনের পরও থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনতাইয়ের ন্যক্কারজনক ঘটনা কেউ মানবে না। এমন হলে যে কেউ আসামিকে থানা থেকে ছিনিয়ে নেবে, বিশৃঙ্খলা তৈরি করবে। কাউকে ভোগান্তি নয়, ঊর্ধ্বতন মহলে বার্তা দিতে এই সড়ক ব্লকেড।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান বলেন, “শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করে। তাদের দাবি আমরা শুনেছি। দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা রাস্তা ছেড়ে যায়। ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।”
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মারামারির একটি মামলায় এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ১০টার দিকে থানায় প্রবেশ ও হট্টগোল করে আটককে ছিনিয়ে নেন অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































