জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের তালিকায় উঠেছে নিহত যুবলীগ নেতা হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লার নাম।
জুয়েল মোল্লা গাজীপুরের গাছা থানাধীন চান্দরা মোল্লাবাড়ি এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী ছিলেন।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন যুবলীগ নেতা হামিদুল ইসলাম মোল্লা ওরফে জুয়েল মোল্লা।
এক পর্যায়ে ঢাকার উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ স্বৈরাচারের দোসর বাহিনী। গুলি ফুরিয়ে গেলে জনতার রোষানলে পড়ে নিহত হন হামিদুল ইসলাম মোল্লা।
গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল প্রকাশিত শহীদদের খসড়া তালিকার ৩৫২ নম্বরে হামিদুল ইসলাম মোল্লার নাম এসেছে। তার এনআইডি: ৫৯৮৪০৯৭৪৬৮। এমআইএস কেস আইডি: ১৭৮৪৫।
এ ব্যাপারে জানতে চাইলে ‘জুলাই রেভোলুশনারি এলায়েন্সের’ মুখপাত্র ফান্তাসির মাহমুদ গণমাধ্যমকে বলেন, “এমন ত্রুটিপূর্ণ লিস্ট পুনর্বিবেচনা করা প্রয়োজন। শহীদদের নামের সঙ্গে হত্যাকারীদের নাম দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শিগগিরই তালিকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সব নেতাদের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশের দাবি জানাই।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































