ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১ জানুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী ছেলে নুর আলম (২৬) ও ঝিনাইদহ জেলা সদরের তেঁতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মিয়ার ছেলে কাদের মিয়া (২২)। নুর আলম ট্রাকেট চালক এবং কাদের মিয়া বাসের হেলপার ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, বুধবার সকালে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সঙ্গে ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক নুর আলম ও যাত্রীবাহী বাসের হেলপার কাদের মিয়া গুরুতর আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, এ ব্যাপারে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































