পাবনায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালিতে অংশ নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা গোলাপুরের পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন। র্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতারা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন কয়েকজন। এ সময় নেতাকর্মীরা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে সংঘর্ষে জড়িয়ে পড়া দুই পক্ষই ঘটনাস্থল থেকে সটকে পড়ে, যার কারণে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা করল আমরা খোঁজখবর নিচ্ছি, খবর পেলে আপনাকে জানাব।”
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছেন।”
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































