জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম ‘মুজিব কোট’ পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী বাজারের রাস্তায় মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এরপর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় রেজাউল করিম মুজিব কোটে আগুন দিয়ে বলছেন, “এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম।”
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, উনি সব সময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে সাবেক স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ রকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলে আজকের এ দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    






































