গাজীপুরের কালিয়াকৈরে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আবুল কালাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার মৌচাক উলুসারা এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত কালাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে মৌচাক উলুসারা এলাকায় আল্লাহর দান বেকারিতে স্থানীয় চাঁদাবাজ আকাশ গ্রুপের ইমন হোসেনসহ কয়েকজন চাঁদা তুলতে যায়। একই সময় তাদের প্রতিপক্ষ এরফান আলী গ্রুপের সদস্য আবুল কালামসহ কয়েকজনও যায় সেখানে। এ সময় চাঁদার টাকা কারা নেবে তা নিয়ে উভয় গ্রুপের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়।
একপর্যায়ে আকাশ গ্রুপের সদস্যরা এরফান গ্রুপের সদস্য আবুল কালামকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেকারীর মালিক হারুণ অর রশিদ রকি বলেন, “গত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে স্থানীয় সন্ত্রাসীরা আমার কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি তাদের তিন দফায় ৪৪ হাজার টাকা দিয়েছি। শনিবার তাদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এখনো কোনো খোঁজ নেয়নি। স্থানীয় দুই চাঁদাবাজ গ্রুপের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। মো. আকাশের বিরুদ্ধে আছে অনেকগুলো মামলা। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































