• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

গ্রাম্য মেলা অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৯:৫৪ পিএম
গ্রাম্য মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরায় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম শীর্ষক কর্মশালা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন ম্যাক্স ফাউন্ডেশনের আয়োজনে ও এসকেএসের সহযোগিতায় শহরের অদূরে লেকভিউ রিসোর্টে উক্ত কর্মশালা ও স্বাস্থ্যকর গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে লেকভিউ রিসোর্ট চত্বরে ফিতা কেটে স্বাস্থ্যকর গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

পরে রিসোর্টের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম শীর্ষক কর্মশালা। স্থানীয় সরকার মন্ত্রাণালয় সাতক্ষীরার উপ-সচিব (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. রওশানারা জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যাক্স ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার সজল কোরায়েশী।

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি গ্রামকে স্বস্থ্যকর করে তোলার কোনো বিকল্প নেই। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থাসহ স্বাস্থ্যবিভাগকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। 

কর্মশালা শেষে হেলদি ভিলেজ গড়ে তোলার জন্য সাতক্ষীরা ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নকে হেলদি ভিলেজ সনদপত্র দেওয়া হবে। 
 

Link copied!