• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৮:৩৭ এএম
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে চয়ন হোসেন ও আবীর হোসেন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায়। এরপর তারা ছোট নৌকা নিয়ে নদের মাঝখানে চলে যায়। এর মধ্যে এক শিশু বাড়িতে ফিরে আসে। কিন্তু সে কাউকে কিছু জানায় না। এরপর চারদিকে ওই দুই শিশুর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও পাওয়া যায় না। পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে নৌকাটি নেই। এরপর তারা নদের মাঝখানে খোঁজাখুঁজির একপর্যায়ে নৌকাসহ দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, তিনি ওই গ্রামে গিয়েছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!