• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শাহরাস্তিতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০২:০২ পিএম
শাহরাস্তিতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শিবপুর বাংলাবাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, সকালে বাংলাবাজার এলাকায় চাঁদপুর-লাকসাম রেললাইনের পাশে অবস্থিত ডোবায় অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, পচা-দুর্গন্ধ পেয়ে তারা ডোবায় কচুরিপানা ও লতাপাতার আড়ালে লাশের সন্ধান পান। ধারণা করা হচ্ছে, দুই-তিন আগে কে বা কারা অজ্ঞাতনামা এই যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে যায়। যুবকের পরনে লুঙ্গি ও টি-শার্ট (হাফ শার্ট) রয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!