সাতক্ষীরার তালা উপজেলায় জলাবদ্ধতা থেকে মুক্তিসহ উন্নয়নমূলক বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাগরিক কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চচালনায় বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, নাগরিক কমিটির সহসভাপতি ডা. জাকির হোসেন, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, তালা উপজেলায় উন্নয়নকাজ পিছিয়ে থাকায় সাধারণ জনগণ নানা রকম সমস্যায় ভুগছেন। উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের জোর দাবি জানান।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































