গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান (৩৭) আহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় সন্ত্রাসী বাহিনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এতে মো. শাহজাহান আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এলাকাবাসী জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































