বাগেরহাটে সদর উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা-পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে।
পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চুনো খোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী রাস্তার পাশে বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। তিনি এলাকার লোকজনকে খবর দিলে নাজমা নামে এক নারী এসে ব্যাগটির ভেতরে একটি নবজাতক দেখতে পান।
সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, “রাস্তার পাশ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, পরে শিশুকল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
বাঘেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, “একটি অজ্ঞাতপরিচয় নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































