চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার প্রতিবাদ, ভারতীয় আগ্রাসন বন্ধ ও বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় মাহমুদুল হাসান অলিভের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, আব্দুল কারী মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, মাওলানা কবির উদ্দিন, মোহাম্মদ মেহেদী, সিফাত হাসান খান, মওলানা ঈসা আহমেদ, মো. হাসনাত উল্লাহ, নিরব ইমতিয়াজ শান্ত প্রমুখ।
সভায় বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তারা এই ঘটনার জন্য ধর্মীয় সংগঠন ইসকনকে দায়ী করে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানান।
বক্তারা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছে। বিশ্বের কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশ ইসকনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, “বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা যুগের পর যুগ একসঙ্গে বসবাস করে আসছি। আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































