গাইবান্ধা সদর উপজেলায় নেশা না করা ও গান-বাজনা বাজাতে নিষেধ করায় মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে মওলা মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ওই ইমামকে পথে আটকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর কিলঘুষি মারতে থাকেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় অভিযুক্ত মওলাকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।
অভিযুক্ত মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে। তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী। অপরদিকে ভুক্তভোগী মসজিদের ইমামের নাম মো. শাহজালাল। তিনি সদর উপজেলার ৭ নম্বর বারিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের ইমাম।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মওলা একটি মাজার করে সেখানে দিনরাত মাদক সেবনের আড্ডা ও গান-বাজনা করেন। বারবার নিষেধ করলেও গান-বাজনা বন্ধ হয়নি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































