নরসিংদীতে দাম্পত্য কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছে মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামের এক যুবক।
বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে চট্টগ্রাম যাচ্ছিল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল সাইদুর ঢাকা থেকে শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়িতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জের ধরে রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন সাইদুর। পুলিশ আজ সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করতেন। ৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই লুৎফুর রহমান বলেন, “স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।”
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































