নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে হাসপাতালের সব টেন্ডার নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।
বদলির আদেশ পেয়ে শুকরিয়া আদায় করে মহিউদ্দিন আবদুল আজিম নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। অবশেষে আমার বদলি হয়ে গেছে। তবে আল্লাহ আমাকে বাঁচাইছে অল্পের জন্য ভারত কিংবা মায়ানমারে বদলি করে নাই। বাংলাদেশের ভিতরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে যাহা বান্দরবান জেলার ভেতরে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ২০১৮ সালের ১০ জানুয়ারি নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থায় থেকে বিভিন্ন টেন্ডার নিয়ন্ত্রণসহ টাকার বিনিময়ে মেডিকেল সার্টিফিকেট বাণিজ্য করে আসছিলেন। এমনকি প্রতিটি থানা পুলিশও বিভিন্ন প্রতিবেদন নিতে তাকে টাকা দিতে হতো।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের স্বাক্ষরিত এক চিঠিতে বদলির বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে (কোড-১২২০৮৭) বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে (পদের আইডি-৯১২১) বদলি করা হলো।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































