জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে ডান হাত হারিয়েছেন আরমান (২৩) নামের এক যুবক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত আরমান ইসলামপুর উপজেলার চেচুয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে জামালপুর রেলস্টেশনে যাত্রাবিরতি দেয় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরমান ট্রেনের নিচে পড়ে যান। এসময় ট্রেনটি চলতে শুরু করলে আরমানের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে গুরুতর অবস্থায় আরমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































