চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তেলবাহী ট্রেনের ৬টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আনসারবাড়ি স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সহকারী স্টেশন মাস্টার ভিক্টর বিশ্বাস।
স্টেশন মাস্টার জানান, রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়ি স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ৬টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে করে খুলনা বিভাগের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































