• ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২, ২৬ রবিউস সানি ১৪৪৭

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:১৮ পিএম
টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে। ১০ দিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্টের উদ্বোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে।

Link copied!