• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৮:১৭ এএম
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে উত্তম কুমার (৪৫) নামের একজন নিহত হয়েছেন।

সোমবার (২৯ মে) রাত ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিলেন।

দুর্ঘটনার শিকার বাসটির যাত্রী নাজমুল জানান, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। পথে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে অন্য গাড়ির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালক উত্তম ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি টি-স্টলে ঢুকে যায়। সৌভাগ্যক্রমে দোকানি জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহত বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Link copied!