• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টেকনাফে ১ কেজি আইস ও বিপুল ইয়াবা উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০২:৩০ পিএম
টেকনাফে ১ কেজি আইস ও বিপুল ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার (১০ এপ্রিল) রাতে টেকনাফের নেচার পার্ক (ডবল জোড়া) নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে সীমান্তের শূন্য লাইনে নৌকা দেখে বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বলেন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকা থেকে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Link copied!