• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০১:৩৬ পিএম
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুলাল কাজী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুলাল কাজী সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, “২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে।

জেলার সিভিল সার্জন সূত্রে জানা যায়, এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১১১ জন। বর্তমানে জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ১২১ জন ডেঙ্গু রোগী। এ ছাড়া গোপালগঞ্জ সদরে ২৮ জন, টুঙ্গিপাড়ায় ১৭ জন, কোটালীপাড়ায় ১২, কাশিয়ানীতে ১৯ ও মুকসুদপুরে ৪৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।  

Link copied!