• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ঘূর্ণিঝড়ে গাছ পড়ে ১ জনের মৃত্যু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ০৪:০৬ পিএম
ঘূর্ণিঝড়ে গাছ পড়ে ১ জনের মৃত্যু

বরগুনার বেতাগী উপজেলায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঝোড়ো বাতাসে গাছচাপা পড়ে আশরাফ আলী (৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ছোট মোকামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন আশরাফ আলী। রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশরাফ আলী নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।”

Link copied!