কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও আগত কোটি পর্যটকের বিশুদ্ধ অক্সিজেনের একমাত্র উৎস সবুজ বনভূমি। সরকারকে ভুল তথ্য দিয়ে ‘প্রশাসন একাডেমির’ নামে সমুদ্র পাড়ের ৭০০ একর বনভূমি লিজ নিয়েছেন আমলারা।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন এসব কথা বলেন। সৈকত সংলগ্ন ৭০০ একর বনভূমি লিজের কার্যক্রম হাইকোর্টে স্থগিতাদেশের পর করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আ ন ম হেলাল উদ্দিন বলেন, কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি। কক্সবাজার সম্পর্কে তিনি যথেষ্ট পজিটিভ। কিন্তু স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তথ্য গোপন করে সংরক্ষিত বনভূমি লিজ নেওয়া হয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করার শামিল।
নাগরিক ফোরামের সভাপতি আরও বলেন, ৭০০ একর বন লিজ বাতিল চেয়ে ১১ অক্টোবর আমরা উচ্চ আদালতে রিট করি। শুনানি শেষে বনভূমি বরাদ্দ তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও মোহাম্মদ কামরুল হাসান মোল্লার অবকাশকালীন দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে চারজন সচিবকে শোকজ করা হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে।
‘প্রশাসন একাডেমি’ নামক একটি সংগঠনের নামে কক্সবাজারের শুকনা ছড়ি এলাকার ৭০০ একর বনভূমি লিজ দেওয়া হয়। নামমাত্র মূল্যে এ বিশাল বনসম্পদ লিজের বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হন স্থানীয়রা। লিজ বাতিলের দাবি নিয়ে কক্সবাজার নাগরিক ফোরামসহ পেশাজীবী ও পরিবেশবাদী সংগঠনগুলো বিভিন্ন সভা সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেন কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ারুল হক, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারি, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার, পরিবেশ সংগঠক সমীর পাল, সাফিনা আজিম ও আবদুল মতিন আজাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার নাগরিক ফোরামের সদস্য ইকরাম চৌধুরী টিপু, মোরশেদুর রহমান খোকন, কামরুল হাসান ও ইমাম খাইরসহ সংশ্লিষ্টরা।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































