• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

৬১২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:১১ এএম
৬১২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গত সাড়ে পাঁচ মাসে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১২ জন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। একই সময়ে জব্দ করা হয়েছে প্রায় পৌনে ৯ কোটি টাকার মাদকদ্রব্য।

সোমবার (২১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসপি ফারুক আহমেদ।

এসপি জানান, গত সাড়ে পাঁচ মাসে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের কাছ থেকে তিন হাজার ২৬ কেজি গাঁজা, এক লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, আট হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, দুই হাজার ১১০ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক আট কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!