• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

৫ গুণী শিল্পীকে সম্মাননা


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৩:৫৪ পিএম
৫ গুণী শিল্পীকে সম্মাননা

সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীকে সম্মাননা দিয়েছে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পদক ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। 

সম্মাননাপ্রাপ্তরা হলেন যাত্রায় হেমসেন, লোকসংগীতে কিসমত হোসেন পাভেল, নাটকে মাহাবুবুর রসুল অরুন, সংগীতে মাসুদুল হক টুটুল এবং চারুকলায় সমীর কুমার বৈরাগী। 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবীর, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্ত্তজা শপন, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. হায়দার আলী প্রমুখ। 

জেলা শিল্পকলা একাডেমির কর্তৃপক্ষ জানায়, সম্মাননাপ্রাপ্তদের ১০ হাজার টাকা সম্মানী হিসেবে প্রদান করা হয়েছে। প্রতিবছর জেলা শিল্পকলা একাডেমি বাছাই করে ৫ গুণীকে সম্মাননা প্রদান করে আসছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!