• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

৩ রোহিঙ্গা ডাকাত আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ১১:৩১ এএম
৩ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটকরা হলেন মো. জাফর শাহ (২২), মো. সাদেক (২১) ও আয়াত উল্লাহ (২৪)। এরা সবাই টেকনাফের হোয়াইক্যংয়ের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা।

১৬ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ২১ নম্বর ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন খবরে অভিযানে যায় সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ টিম। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রাম দা, দুটি চাপাতি ও দামুর দা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এপিবিএনের এ কর্মকর্তা।

Link copied!