নাটোরের সিংড়ায় ৩৩৩-এ ফোন করে খাদ্যসহায়তা পেল ১৮৯টি পরিবার। জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে খাদ্যসহায়তা চাওয়া অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছে প্রশাসন।
বুধবার (৪ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় করোনায় কর্মহীন ১৮৯ পরিবারের মধ্যে এই খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রতিটি প্যাকেট ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবণ এবং ২ কেজি করে আম দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আবার ১২ লাখ টাকা বাজেট এসেছে, এসব টাকায় খাদ্যসহায়তা দেওয়া হবে।









-20251028132147.jpg)




























