কিশোরগঞ্জের ভৈরবে মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দুই বস্তা গাঁজা পাওয়া যায়। মঙ্গলবার (১৯ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এরআগে সোমবার (১৯ এপ্রিল) মধ্যরাতে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মাদকব্যবসায়ীর নাম মো. সাদ্দাম হোসেন। তিনি ভৈরব পৌর শহরের পঞ্চবটী পুকুর পাড় এলাকার আক্কাছ মিয়ার ছেলে।
সেন্টু রঞ্জন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁনপুর সেতুর কাছে মাদক আনলোড করার সময় দুই বস্তা (২০ কেজি) গাঁজাসহ মাদকব্যবসায়ী মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

































