• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

১৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৭:৩৬ পিএম
১৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (২১ আগস্ট) সকালে পরিচালিত এই অভিযানে দুইজনকে আটক করা হয়। র‌্যাবের দাবি তারা মাদক ব্যবসায়ী।

সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ রাজশাহীর উপপরিচালক বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশ্রয়ণ প্রকল্পের পুকুরের পশ্চিম পাশে কিছু মাদকব্যবসায়ী বিপুল পরিমান চোলাইমদসহ অবস্থান করছেন। র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সকাল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৪০০ লিটার চোলাই মদ উদ্ধারসহ ধনপতি ও তাসেমকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। এ ঘটনায় নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Link copied!