• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাতিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৮:১৪ পিএম
হাতিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন বাবুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সাগরিয়া বাজার থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বাবুল বুড়িরচর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছরে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে বাবুল। সবশেষ গত শনিবার রাতে ওই ছাত্রীর বাড়িতে এসে তাদের বসতঘরে আবার ধর্ষণ করে সে। এসময় ছাত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যায় বাবুল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ছাত্রীর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!