হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জের নছরতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে ৪ জন পুরুষ ও দুইজন নারী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ট্রাক শায়েস্তাগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।