• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৮:২৯ পিএম
হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আটক

ফরিদপুরের সালথার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদ সদস্য আব্দুর রব মোল্লাকে (৬৪) হত্যা মামলায় আটক করেছে পুলিশ।

আটকের পর সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোববার (২২ আগস্ট) রাত ২টার দিকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আব্দুর রব মোল্লাকে আটক করা হয়। আটক রব মোল্লা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থেকে উচ্চ আদালতে জামিনের জন্য ঢাকায় অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে প্রেস ক্লাব চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, “শাহবাগ থানা পুলিশের সহায়তায় রব মোল্লাকে আটক করা হয়েছে। তিনি এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামি।”

নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, রোববার রাত ২টার দিকে শাহবাগ থানা পুলিশের সহযোগীয় আব্দুর রব মোল্লাকে আটক করা হয়েছে। তাকে সোমবার দুপুরে ফরিদপুরের ৬নং আমলী আদালতে পাঠানো হয়েছে।

Link copied!