পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদীর রূপপুর এলাকার লালনের ছেলে ইব্রাহিম (২৫), জহুরুলের ছেলে জয় (২৬)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল। ঘটনাস্থলে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল ও মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।
ঈশ্বরদী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হন। ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।