• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৪:৩২ পিএম
সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নড়াইলে এক কিলোমিটার সড়ক ৪০ বছরেও পাকা না হওয়ায় এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদ সমাবেশের পর শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা মানববন্ধন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনকে বছরের পর বছর ধরে অবগত করেও সদর উপজেলার নাকশী গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তাটি পাকা করা যায়নি। রাস্তা পাকা না হওয়ায় প্রতীকী কর্মসূচি হিসেবে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী।

পরে মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামের বিভিন্ন পেশার মানুষ।

গ্রামবাসী জানান, নাকশী গ্রামে শতাধিক কৃষক পরিবার বসবাস করেন। পরিবারের কৃষিপণ্য আনা-নেওয়া, শিক্ষক-শিক্ষার্থীর যাতায়াত, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া ছাড়াও প্রতিদিন চলাফেরায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে একটু বৃষ্টি হলেই গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এই কাদা রাস্তায় চলাচল করতে পারে না।

নাকশী গ্রামের রবিউল ইসলাম বলেন, “আশপাশের রাস্তাগুলো পাকা হলেও মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বছরের পর বছর ধরে বিভিন্নজনের কাছে ধন্না দিয়েও কোনো লাভ হয়নি।”

Link copied!