• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

ভৈরব নদে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৪৬ পিএম
ভৈরব নদে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটের কাছে সেলফি তুলতে গিয়ে ভৈরব নদে নিখোঁজ স্কুলছাত্র উৎসের মরদেহ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উৎস গাংনী উপজেলা শহরের ফজলুর রহমানের ছেলে। গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্লুইস গেটের একশ গজ দূরে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা একই গ্রামের স্বপনের ছেলে বোরহান (১৫) মুজিবনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। 

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, আজ শুক্রবার দুপুরে সেলফি তুলতে গিয়ে উৎস (১৫) নামে স্কুলছাত্র ভৈরব নদে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

Link copied!