• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

স্ত্রীর সঙ্গে অভিমান করে তিন সন্তানসহ স্বামীর বিষপান


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৩:৩৩ পিএম
স্ত্রীর সঙ্গে অভিমান করে তিন সন্তানসহ স্বামীর বিষপান

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত তিন সন্তানকে তুলে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। বিষক্রিয়ায় আনোয়ার হোসেন ও বড় মেয়ে সুমাইয়া আকতার রাফি (৯) ঘরেই মারা যান। অপর মেয়ে মাহিমা তানিয়া (৩) ও জাবেদ ইকবাল (দেড় বছর) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১২ ডিসেম্বর) ভোরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন স্থানীয় মৃত ফোরকান আহমদের ছেলে ও পুরোনো রোহিঙ্গা। রাফি শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহেনা আক্তারের সঙ্গে আনোয়ারের কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুজনের মধ্যে কথা-কাটাকাটির জেরে বিকেলে ছোট সন্তান নিয়ে রেহেনা বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখেন তিন সন্তান ঘুমাচ্ছে কিন্তু স্ত্রী বাড়িতে ফেরেনি। এ সময় আনোয়ার হোসেন তার তিন ছেলেমেয়েকে ঘুম থেকে তুলে জোরপূর্বক বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এতে আনোয়ার হোসেন ও তার ৯ বছরের মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসাইন জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলছিল। বেশ কয়েকবার সমাধানও করেছিলাম। শনিবার কলহ সৃষ্টি হলে স্ত্রী ছেলে-মেয়ে রেখে দূর-সম্পর্কের চাচার বাসায় চলে যান রেহেনা। এরই পরিপ্রেক্ষিতে গভীর রাতে বিষপানের ঘটনা ঘটিয়েছেন আনোয়ার।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!