• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

স্ত্রীকে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলেন স্বামী


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৩:৩৬ পিএম
স্ত্রীকে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলেন স্বামী

কুমিল্লায় স্ত্রীকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে রেজাউল করিম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুমিল্লা র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ মার্চ) রাতে কুমিল্লা ইপিজেড এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যা ও ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার কথা স্বীকার করে রেজাউল। পরে দুপুর ১২টায় তাকে বরুড়া থানায় নেয়া হয়।

গ্রেপ্তার রেজাউল করিম জেলার বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ১১ মার্চ পারিবারিক বিরোধের জেরে শ্বাসরোধ করে স্ত্রী ইয়াসমিন আক্তারকে হত্যার পর ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে ফজরের নামাজ পড়তে যান তিনি। এরপর পুরো ঘটনাটিকে অগ্নিকাণ্ড হিসেবে প্রচার করেন রেজাউল। এ ঘটনায় ১২ মার্চ নিহত ইয়াসমিনের ভাই রাকিব বরুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, বিষয়টিকে গুরুত্ব দিয়ে র‍্যাব-১১ কুমিল্লার গোয়েন্দা দল ঘটনার সত্য খুঁজতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে ইয়াসমিনের স্বামী রেজাউল করিমে সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয় না। পরে রেজাউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দেয়া তথ্য অসামঞ্জস্য মনে হলে সন্দেহ আরও বেড়ে যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “আসামি রেজাউলকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

Link copied!