• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৭:৪০ পিএম
স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে সুধা রঞ্জন রায় (৫০) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার হেমন্ত চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিক্ষক সুধা রঞ্জন রায় স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করতেন। পাশাপাশি কৃষি কাজ করে সংসার চলতো। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার।

লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সংবাদ প্রকাশকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।  

চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, “ শিক্ষক সুধা রঞ্জন কিন্ডার গার্ডেনে শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতেন।”

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, “সোমবার (২৫ অক্টোবর) রাত নয়টার দিকে বাড়িতে ভাত খেয়ে মন্দির যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরেননি। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে মঙ্গলবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।”

লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!