স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৭:৫১ পিএম
স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার আনিকা নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার এ মরদেহ উদ্ধার হয়।

 

আনিকা উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ গ্রামের সৌদিপ্রবাসী বোরহান উদ্দিন ভূঁইয়ার মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।গৃদকালিন্দিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন আনিকা।

জানা গেছে, সুমাইয়া আক্তার আনিকার মা রাবেয়া বেগম সকালে গৃদকালিন্দিয়া বাজারে যায়। ফিরে এসে বিল্ডিং ভেতরে আনিকার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, পাকা বিল্ডিংয়ের ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে লোকজন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!