নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম শাহিদা বেগম (৪৫)। তিনি বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামের জাহাঙ্গীর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিদা বেগমের ভাসুর ব্যবসায়ী মো. সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের একটি জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাবিবুর ও তাঁর ১২ থেকে ১৫ জন মিলে সাদেকুরের স্বজনদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শাহিদা বেগমসহ সাদেকুরের ১০ জন স্বজন আহত হন। এ ঘটনায় গতকাল রাতেই সাদেকুর বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও বিভিন্ন সময় সাদেকুর ও হাবিবুরের মধ্যে ঝগড়া হয়েছে। জমির বিরোধ মীমাংসায় গতকাল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সালিসের আয়োজন করা হয়। হাবিবুর সালিসে উপস্থিত না হয়ে টেঁটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা ও লাঠিসোঁটা নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় হাবিবুরের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল সাদেকুরের স্বজনদের ওপর হামলা চালায়।
এ সময় রামদা, হকিস্টিকের আঘাতে ও টেঁটাবিদ্ধ হয়ে শাহিদা বেগম, মো. মনির হোসেন, দেলোয়ার হোসেন, হামিদা, শারমিন, রেজাউল, শাকিলসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আহত দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাদেকুর বলেন, “হাবিবুর সালিসে উপস্থিত না হয়ে জমি দখলের চেষ্টা চালিয়েছে। বাধা দেওয়ায় আমার ১০ আত্মীয়স্বজনকে টেঁটাবিদ্ধ ও পিটিয়ে ও কুপিয়ে আহত করে।”
আন্যদিকে অভিযুক্ত হাবিবুর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “এ জমি আমাদের। জমিতে যেতে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আহত ব্যক্তিদের মধ্যে শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































